Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বিয়ের ১০ বছর পর স্ত্রীকে না জানিয়ে চুপিসারে শ্যালিকাকে বিয়ে। উত্তরপ্রদেশের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। শুধু তাই নয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের পাশাপাশি বধূ নির্যাতনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয় ধৃতের বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগও রয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায়। অভিযুক্ত যুবকের নাম নিখিলেশ ওরফে পিন্টু রাম। চান্দৌলির হিঙ্গুটারগড়ের বাসিন্দা ওই ব্যক্তি। অভিযোগ ১০ বছর আগে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তাঁর। এই দম্পতির ২ টি সন্তান রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্ত্রীকে লুকিয়ে শ্যালিকার প্রেমে মজেন পিন্টু রাম। সেই সম্পর্ককেই স্বীকৃতি দিয়ে মন্দিরে গিয়ে শ্যালিকাকে বিয়ে করেন।

স্ত্রীকে লুকিয়ে শ্যালিকাকে বিয়ে যুবকের

এই বিয়ের কথা জানাতে পেরে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন পিন্টুর প্রথম স্ত্রী। রাগের চোটে সন্তানদের নিয়ে বাপেরবাড়ি চলে যান তিনি। পরে স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন। পরে পরিবারের মধ্যস্থতায় শ্বশুরবাড়িতে ফিরলেও সেখানে নতুন বউকে নিয়ে হাজির হন পিন্টু। এরপরই অশান্তি শুরু হয়। অশান্তির জেরে দুই স্ত্রীয়ের গায়েই হাত তোলেন পিন্টু। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসলে অস্ত্র নিয়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়েন পিন্টু। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।