নয়াদিল্লিঃ ফের ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest)ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত বৃদ্ধ। ভুয়ো আদালতের শুনানিতে বিচার পেয়ে ১ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুরে। ইতিমধ্যেই এই প্রতারণায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম শরদ চন্দ। বয়স ৬০ বছর। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা। প্রথমে ডিজিটাল অ্যারেস্টের শিকার হন তিনি। পরে তাঁকে পেশ করা হয় ভুয়ো আদালতে। প্রায় একমাস ধরে চলে 'ভার্চুয়াল শুনানি।' আর এরই মাঝে ওই বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়।
বৃদ্ধকে ডিজিটাল অ্যারেস্ট, ১ কোটি ৪ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকেরা
পুলিশ সূত্রে খবর, গত ৬ মে ইডি এবং সিবিআইয়ের আধিকারিকের পরিচয় দিয়ে ফোন আসে শরদ চন্দ্রের কাছে। তাঁকে জানানো হয়, ২ কোটি ৮০ লক্ষ টাকার একটি বেআইনি লেনদেনের মামলার আওতায় রয়েছেন তিনি। এরপরই তাঁকে 'ডিজিটাল অ্যারেস্ট' করা হয়। এক মাস ধরে 'ভার্চুয়াল শুনানি' শুরু হয়। ভুয়ো বিচারক এবং আইনজীবী সেজে লাগাতার তাঁকে ভয় দেখানো হয়। এরপরই ৪০ টি অ্যাকাউন্টে ১ কোটি ৪ লক্ষ টাকা পাঠাতে বাধ্য হন ওই বৃদ্ধ। এরপর প্রতারণার শিকার হয়েছেন বুঝে পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেই লেনদেনের সূত্র ধরেই সাতজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের সকলের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে।
ফের 'ডিজিটাল অ্যারেস্ট', ভুয়ো আদালতে ১ মাস ধরে চলল শুনানি, ১ কোটি ৪ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ
Fake Judges, Court Hearings: UP Man Loses Rs 1 Crore In Digital Arrest Fraud https://t.co/ndOOuidYna pic.twitter.com/BoNLeyAWza
— NDTV (@ndtv) July 2, 2025