বিএসপি (Bahujan Samaj Party) সুপ্রিমো মায়াবতীকে (Mayawati) নিয়ে অশ্লীল পোস্ট করায় গ্রেফতার এক ব্যক্তি। জানা যাচ্ছে, করবা চৌথের দিন সামাজিক দুনিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে একটি বিবাহিত মহিলা হিসেবে মায়াবাতীকে দেখানো হয়েছে এবং এক ব্যক্তি সেখানে চুম্বন করছে। ভাইরাল হওয়া ভিডিয়ো নিয়ে রীতিমতো শোড়গোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গত মঙ্গলবার বিএসপি দলের পক্ষ থেকে দায়ের করা হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। আর তারপরেই মাত্র একদিনের ব্যবধানে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশসূত্রে জানা যাচ্ছে, অভিযুক্তের নাম লাভেশ সাইনি (২৭)। উত্তরপ্রদেশের সাহারানপুর রামপুর কালান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে লাভেশ স্বীকার করেছে যে তিনিই এই ভিডিয়ো বানিয়েছেন। বুধবার তাঁকে আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে. সাইবার বিভাগ ইতিমধ্যেই নেটদুনিয়া থেকে এই ভিডিয়ো মুছে ফেলার প্রক্রিয়া শুরু করেছে। দলের পক্ষ থেকে ঘটনাটিকে নোংরা রাজানীতি বলে দাবি করা হয়েছে। যদিও অভিযুক্ত ব্যক্তি কোনও দলের সদস্য কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।