Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ফের রুটিতে (Roti) থুতু মেশানোর অভিযোগ। ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই নড়েচড়ে বসল প্রশাসন। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে (Meerut)। অভিযুক্ত ব্যক্তির নাম শোয়েব। একটি ছোট খাবারের দোকান চালাতেন তিনি। তাঁর বিরুদ্ধেও রুটিতে থুতু মেশানোর অভিযোগ ওঠে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, শোয়েব উত্তরপ্রদেশের মিরাটের কুরালি গ্রামের বাসিন্দা। মিরাট শহরে একটি ছোট খাবারের দোকান রয়েছে তাঁর। সেখানেই অন্যান্য খাবারের সঙ্গে রুটিও বিক্রি হয়। দোকানে বিক্রির সেই রুটি নিজের হাতেই বানাতেন শোয়েব। আর সেই রুটিতেই থুতু মেশাতে দেখা যায় তাঁকে। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন এক ক্রেতা। এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো।

রুটিতে থুতু মেশানোর অভিযোগে গ্রেফতার যুবক

আর ভিডিয়ো ভাইরাল হতেই শোয়েবকে গ্রেফতার করে পুলিশ।

তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শোয়েবকে আদালতে পেশ করা হয়। কী কারণে এই ঘটনা ঘটিয়েছেন তিনি তা যদিও এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, এটাই নতুন নয় আগেও দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। কোথাও, রুটি কোথাও আবার ফলের রসে থুতু মেশানোর অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে। এই ধরনের ঘটনা ঘটোনোর জেরে তালা পড়েছে বহু দোকানে।

থুতু মেশানো রুটি বিক্রি, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার বিক্রেতা