নয়াদিল্লিঃ ছেলে(Son), বৌমা(Sister In Law), নাতি-নাতনিদের নিয়ে ভরা সংসার। সুখেই দিন কাটছিল। কিন্তু দাম্পত্য জীবনে সুখী ছিলেন না গৃহিণী। তাই সুখের খোঁজে প্রেমিকের হাত ধরে পালালেন নাতি-নাতনিদের ঠাকুমা। খালি হাতে নয়, সঙ্গে করে নিয়ে গেলেন সোনার গয়না ও নগদ টাকা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। ওই মহিলার নাম সুখবন্তী। বেশ কিছু বছর ধরে প্রতিবেশী যুবক অমর সিং-এর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তিনি। কিছু বছর আগে স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন সুখবন্তী। সেখানেই অমরের সঙ্গে আলাপ। পরে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হতে সুখবন্তীকে দ্বিতীয় সুযোগ দিয়ে ঘরে ফেরান স্বামী। কিন্তু চুপিচুপি প্রেমিকের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি। হাতেনাতে ধরা পড়ার পরও বন্ধ হয়নি যোগাযোগ। সম্প্রতি একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন অমর ও সুখবন্তী। আর সেই স্বপ্নকে পূর্ণ করতে ঘর ছাড়েন তিনি। ঘর থেকে সমস্ত গয়না ও টাকাপয়সা নিয়ে পালান তিনি। অভিযোগ, বৌমার যাবতীয় গয়নাও নিয়ে চলে যান তিনি। ইতিমধ্যেই স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামী।
সুখের খোঁজে ৩৫ বছরের প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন ঠাকুমা
In a shocking incident from Jhansi, 40-year-old Sukhwati, a mother of two and grandmother of two, eloped with her 35-year-old lover Amar Singh. She allegedly took away her daughter-in-law’s jewellery and ₹40,000 in cash.
READ MORE:https://t.co/DWhaqL4Tks
— M A R S H A L (@Marshal5447) October 4, 2025