UP Farmers Marching Towards Parliament (Photo Credit: ANI)

নয়াদিল্লি: বেশকিছু দাবি নিয়ে কৃষকরা (Farmers) আজ বিক্ষোভ শুরু করছেন। নয়ডা এবং গ্রেটার নয়ডায় কৃষকদের বিক্ষোভের (Farmers Protest) কারণে উত্তর প্রদেশ থেকে দিল্লিতে প্রবেশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। বেশ কিছু কৃষক ইউনিয়ন ইতিমধ্যে ঘোষণা করেছে যে তাঁরা আজ নয়ডা কর্তৃপক্ষের বিরুদ্ধে সংসদের বাইরে বিক্ষোভ করবে।

আরও পড়ুন: Farmers Protest March: কৃষক বিক্ষোভ মিছিলের জেরে সীমান্তে কড়া নিরাপত্তা, জারি ১৪৪ ধারা

এদিকে কৃষকদের বিক্ষোভ মিছিলের জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ১৪৪ ধারা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশের কৃষকরা সংসদের (Parliament) দিকে মিছিল করে এগোনর সময় নয়ডায় পুলিশ বাধা দিয়েছে।

দেখুন ভিডিও