কেরালা: অভিনবভাবে বিয়ে করতে চলেছেন কেরালার চাথাননুরের বাসিন্দা আবি আর এবং দেবিকা দেবরাজন। তাঁরা বিয়ে করবেন কোনও ধর্মীয় রীতিনীতি অবলম্বন করে নয়, বরং দেশের সংবিধান (Exchanging Copies of Constitution) একে অপরের হাতে তুলে দিয়ে তাঁর তাঁদের বিয়ে সম্পন্ন করবেন। আগামী ২২ অক্টোবর তাঁদের বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে। সংবিধান সম্পর্কে সচেতনতা প্রচার করার জন্য এই অনন্য উপায় তাঁরা বেছে নিয়েছেন। শুধু বিয়েতেই নয়, তাঁরা তাঁদের বিয়ের কার্ডে ডক্টর বি আর আম্বেদকর এবং জহরলালা নেহেরুর ছবি রেখেছেন।
দেখুন
Kerala couple plans to get married by exchanging copies of Constitution https://t.co/XxOmxF0rik
— The Times Of India (@timesofindia) October 18, 2023