Nitin Gadkari (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৩০ মার্চ: সবুজ হাইড্রোজেন চালিত গাড়িতে (Green Hydrogen-Powered Car) চড়ে সংসদে এলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি।এই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, “আত্মনির্ভর' হওয়ার জন্য, আমরা সবুজ হাইড্রোজেন প্রবর্তন করেছি যা জল থেকে উৎপন্ন হয়। এই গাড়িটি একটি পাইলট প্রকল্প। এখন, দেশে সবুজ হাইড্রোজেনের উৎপাদন শুরু হবে, আমদানি বন্ধ করে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

দেখুন ছবি

তিনি আরও বলেন, “৩ হাজার কোটির  লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আমরা হাইড্রোজেন উৎপাদনকারী দেশ হয়ে উঠব খুব শিগগির। দেশের যেখানে এখন কয়লা ব্যবহৃত হচ্ছে সেখানেই হাইড্রোজেন ব্যবহার হবে। গাড়ির নাম ‘মিরাই’, এর অর্থ ভবিষ্যত। জ্বালানিকেও আমাদের স্বাবলম্বী হয়ে উঠতে হবে। ”