প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: ভারতের কর্মক্ষেত্রে নারীদের (Women) অংশগ্রহণ বেড়েছে। গত সাত বছরে কর্মক্ষেত্রে অংশগ্রহণকারী মহিলাদের সংখ্যা দ্বিগুণ হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া (Union Minister Mansukh Mandaviya) এমনটাই জানালেন। মান্ডাভিয়া এই পরিবর্তনকে 'নীরব বিপ্লব' (Silent Revolution) হিসাবে উল্লেখ করেছেন। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাঁদের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে মান্ডাভিয়া মোদী সরকারের দ্বারা বাস্তবায়িত নীতিগুলির কথা উল্লেখ করেন।

মান্ডাভিয়া বলেন, 'নির্দিষ্ট কিছু সেক্টরে পুরুষদের তুলনায় মহিলারা বেশি সময় কাজ করছে। ভারতীয় মহিলারা এগিয়ে আসছে, দায়িত্ব নিচ্ছে এবং তাও এমনভাবে যে কেউ কল্পনাও করেনি। আমাদের এই বিষয়ে আরও কথা বলা উচিত।' সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, মাত্র সাত বছরে কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তিনি আরও বলেন, ‘ভারত নারী-নেতৃত্বাধীন অর্থনৈতিক বিপ্লবের দিকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।’

বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, ভারতীয় মহিলারা অনেক দেশের মহিলাদের চেয়ে অনেকে বেশি কাজ করছে, বিশেষত ব্যবসা, বিজ্ঞান এবং প্রযুক্তিগত ক্রিয়াকলাপের মতো উচ্চ প্রফাইলের কর্মক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ লক্ষ করার মতো। তিনি আরও বলেন, ‘নারীরা এখন আর নীরব কর্মী নয়, আগের চেয়ে বেশি সময় কাজ করছেন। কেউ কেউ প্রতি সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় কাজ করেন।'