অপারেশন সিঁদুর নিয়ে রাজ্যসভায় অব্যাহত বিতর্ক। জম্মু-কাশ্মীরে এতদিন পরেও যে সন্ত্রাসবাদীদের কোনওভাবেই দমানো যাচ্ছে না, এই নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করছে বিরোধীরা। সেই সঙ্গে ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্তেরও বিরোধীতা করেছে তাঁরা। যদিও এদিন এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে পাল্টা চাচাছোলা ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)। তাঁর মতে, বর্তমানে জম্মু-কাশ্মীরে অনেকটাই কমেছে সন্ত্রাসবাদ। এরজন্য সরকারের জিরো টলারেন্স নীতিকে সমর্থন করেছেন নাড্ডা।
পরিসংখ্যান তুলে ধরলেন নাড্ডা
তাঁর মতে, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর পাথর ছোড়ার ঘটনা অনেকটাই কমে গিয়েছে। ২০১০-২০১৪ সালের মধ্যে ২ হাজারের বেশি পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এথন সেটা শূন্যতে নেমে এসেছে। গত তিন বছরে কাশ্মীর উপত্যকা একদিনের জন্যও বন্ধ হয়েনি। বর্তমানে সেখানে স্থানীয় জঙ্গিরা শেষ হয়েছে। কেবল বিদেশি জঙ্গিরাই এই হামলা করছে। এখনকার দিনে উপত্যকায় জঙ্গিদেগর গড় আয়ু ৭ দিন হয়ে্ গিয়েছে। এটাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ।
অপারেশন সিঁদুর নিয়ে বাদল অধিবেশনে আলোচনা
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হচ্ছে। এদিন রাজ্যসভায় এই নিয়ে বত্তৃতা দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি অবশ্য পাক অধিকৃত কাশ্মীর কেন তৎকালীন কংগ্রেস সরকার পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল, এই নিয়ে প্রশ্ন করেছিলেন জয়শঙ্কর।