অমিত শাহ (Photo Credits: ANI)

ইম্ফল: "আমরা একসময় মণিপুরকে (Manipur) জঙ্গিমুক্ত (free from terrorism) করার প্রতিশ্রুতি (promised) দিয়েছিলাম। আজ তা পূরণ করেছি।" সোমবার মণিপুরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবিও করলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)।

শুক্রবার এপ্রসঙ্গে তিনি বলেন, "আমরা মণিপুরকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করার শপথ করেছিলাম। আজ তা সম্পূর্ণ (Fulfill) হয়েছে। বর্তমানে মণিপুর পুরোপুরি সন্ত্রাসবাদমুক্ত রাজ্য হিসেবে গোটা দেশের কাছে পরিচিত হয়েছে। প্রধাবমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও মণিপুরের মুখ্যমন্ত্রী (Manipur Chief Minister) বীরেন্দ্র সিংয়ের (N Biren Singh) নেতৃত্বে মণিপুরের উন্নয়ন (development) সারা দেশের নজর কাড়ছে।