হামাস এবং ইজরায়েলের যুদ্ধ থামাতে এবার উদ্যোগ নিলেন ইউনাইটেড নেশনস জেনারেল সেক্রেটারি অ্যান্টনিও গুয়াতেরস। নিজের এক্স হ্যান্ডেল থেকে যুদ্ধ থামাবার জন্য দু পক্ষকে আবেদন জানান তিনি।
এক্স হ্যান্ডেলে তিনি জানান, "আমরা যেহেতু মধ্যপ্রাচ্যে এক গম্ভীর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার দুটি মানবিক আবেদন রয়েছে। হামাসকে বিনা শর্তে বন্দিদের মুক্তি দিতে হবে।এবং ইজরাইল যাতে গাজার বেসামরিক নাগরিকদের স্বার্থে মানবিক সহায়তার জন্য দ্রুত অবং নিরবিচ্ছিন্ন পথ মঞ্জুর করতে হবে "।
সম্প্রতি গাজার সীমান্তে স্থলপথে অভিযানের জন্য প্রস্তুতি শুরু করেছে ইজরায়েল।ইতিমধ্যেই গাজাতে অবস্থিত স্থানীয় বাসিন্দাদের দক্ষিণের দিকে বিশেষ করিডরের মাধ্যমে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পণবন্দিদের ফিরিয়ে আনতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে ইজরায়েলি সেনা বাহিনী। গাজায় হামাসের টার্গেটগুলিতে প্রতিনিয়ত বিস্ফোরন ঘটানো হচ্ছে।
UN Secretary-General António Guterres tweets, "As we are on the verge of the abyss in the Middle East, I have two humanitarian appeals: To Hamas, the hostages must be immediately released without conditions. To Israel, rapid & unimpeded access for humanitarian aid must be granted… pic.twitter.com/KN9u2COFjU
— ANI (@ANI) October 15, 2023