ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাস্তায় তীব্র যানজট। তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে আন্ডারপাস দিয়ে যাওয়ার অনুরোধ করার মহিলা যাত্রীর (Passenger) উপর চড়াও ক্যাব চালক। মহিলা যাত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ, রড নিয়ে তেড়ে আসার অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে। শুধু তাই নয়, মহিলাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে দাবি। ভয়াবহ ঘটনাটি ঘটেছে নয়ডায়। গুরুগ্রামের বাসিন্দা ওই তরুণী। সোশ্যাল মিডিয়া রেডিটে গোটা ঘটনার ভিডিয়ো পোস্ট করেন তিনি। ভিডিয়োর মাধ্যমে ওই মহিলা বলেন, "অফিস যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলাম। যাত্রাপথে ট্র্যাফিক থাকায় সামনের আসনে বসে থাকা আমার এক বন্ধু চালককে ইউ-টার্ন না নিয়ে আন্ডারপাস দিয়ে যাওয়ার অনুরোধ করেন। এতেই চটেন চালক। আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। চালক আমাদের বলতে থাকেন চুপ করে থাকুন, আমি শুধু ম্যাপ দেখেই চালাব।"  মহিলার দাবি, এরপর মহিলাদের দাবি, তাঁরা চালককে গাড়ি থামাতে বললে, চালক গাড়ি থেকে নামার আগে ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য জোর করেন।  গাড়িতে নেমে গেলে ডিকি থেকে লোহার রড বের করে তাঁদের দিকে তেড়ে আসেন চালক। প্রকাশ্যে মহিলাকে খুনের হুমকি পর্যন্ত দেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্য রাস্তা দিয়ে যেতে বলায় মহিলা যাত্রীকে গালিগালাজ, প্রাণে মারার হুমকি, ভাইরাল ক্যাব চালকের কীর্তি