নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir)অস্ত্র-সহ গ্রেফতাঁর জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার দুই সহযোগী। রবিবার জম্মু কাশ্মীরের বান্দিপোরা থেকে গ্রেফতার করা হয় আব মাজিদ গোজরি এবং আব হামিদ দারে নামে দুই যুবককে। এই দু'জন এসকে বালা ও ভিজপাড়ার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে খবর। ধৃতদের সঙ্গে পাক জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণ মিলেছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের।
জম্মু কাশ্মীর থেকে আটক পাক জঙ্গি সংগঠনের দুই সহযোগী
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বান্দিপোরায় যৌথ অভিযানে নামে পুলিশ ও সেনা। এই অভিযান চলাকালীন গ্রেফতার করা হয় ওই দুই সহযোগীকে। ধৃতদের কাছ থেকে ১০ রাউন্ড একে-৪৭ রাইফেলের কার্তুজ, ২টি চাইনিজ গ্রেনেড এবং ২টি ইউবিজিএল গ্রেনেড উদ্ধার হয়েছে। দেশে কোনও নাশকতার ছক কষা হচ্ছিল কিনা তা তদন্ত করে বের করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই দুই অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ-ধারায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, অন্যদিকে গত সপ্তাহের বুধবার জম্মু কাশ্মীরের শ্রীনগর এবং হান্দওয়ারা জেলার দু'টি অঞ্চলে অভিযান চালানো হয়। সেই সময়ই বন্দিপোরার এই দুই সহযোগীর উপস্থিতির খবর সামনে আসে। এরপরই শুরু হয় অভিযান।
দেশে ফের নাশকতার ছক? কাশ্মীর থেকে অস্ত্র-সহ গ্রেফতার পাক জঙ্গি সংগঠনের ২ সহযোগী
Two terror associates linked to Lashkar-e-Taiba were arrested in J &K, Bandipora after a joint naka by the police and army.
During the search, Chinese grenades and other arms and ammunition were seized from their possession.
Report by @ashraf_wani https://t.co/KSYBrCBgP9
— IndiaToday (@IndiaToday) August 17, 2025