Representational Image

হা পুর, ১৯ জুলাই:  দুই দলিত ছাত্রীকে স্কুল ইউনিফর্ম খুলতে বাধ্য করে বরখাস্ত হলেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকা। তাঁদের বিরুদ্ধে এফ আই আর দায়ের হয়েছে। মূলত স্কুলের অন্য দুই ছাত্রী ইউনিফর্ম না পরেই ক্লাসে চলে এসেছিল। এদিকে ছবি তুলতে ইউনিফর্ম জরুরি। তাই দুই দলিত ছাত্রীর শরীর থেকে জোর করে ইউনিফর্ম খুলে নিলেন দুই শিক্ষিকা। ১১ জুলাই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) হা পুর জেলার উদয়পুর গ্রামের একটি স্কুলে। আরও পড়ুন-Dunki: ২০১৭-র পর ২০২২, লন্ডনের এক রেস্তরাঁর শেফের সঙ্গে দ্বিতীয়বার ছবি তুললেন শাহরুখ খান

ওই দুই ছাত্রীর অভিভাবকরাও থানায় এফআইআর দায়ের করায় দুই শিক্ষিকাকে পাঁচ দিন আগেই বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪, ১৬৬, ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ব্লক এডুকেশন অফিসার।