নয়াদিল্লিঃ বুধবার সকালে দুর্ঘটনার (Accident) কবলে কলকাতাগামী (Kolkata) বাস (Bus)। বালেশ্বর জেলার জলেশ্বরের কাছে দুর্ঘটনা। লক্ষ্মণনাথ টোল প্লাজার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বাসের চালক ও সহকারীর। গুরুতর আহত কমপক্ষে ১০ জন।
জানা গিয়েছে, ওড়িশা থেকে কলকাতার বাবুঘাটে যাচ্ছিল বাসটি। বাসে মোট ৬০ জন যাত্রী ছিলেন। ভোরের দিকে সকলে যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন আচমকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। দুর্ঘটনার জেরে দুমড়েমুড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের সহকারী নরসিং খাটূয়ার। গুরুতর জখম হন বাস চালক শেখ আবদুল-সহ কমপক্ষে ১০ যাত্রী। পরে জলেশ্বর কমিউনিটি হেলথ সেন্টারে মৃত্যু হয় তাঁর। আহতদের মধ্যে দু'জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বালেশ্বর জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জাতীয় সড়কে বেপরোয়া গতির ফলেই এই ঘটনা ঘটে। তবে ঘটনার পূর্ণ তদন্ত করছে পুলিশ। অন্যদিকে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ভোররাতে দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস, মৃত ২, আহত ১০
Odisha Road Accident: At least 2 people were killed and 7 injured — including 2 critically — after a passenger bus rammed into a parked truck on NH-60 in Balasore district early Wednesday. #RoadAccident #Balasore #Odisha #OrissaPOST 📲
Follow Orissa POST – Odisha’s No.1… pic.twitter.com/4Yi7zVNCDs
— Orissa POST Live (@OrissaPOSTLive) October 29, 2025