CRPF (Photo Credits: PTI)

রাঁচি, ১৫ অগাস্টঃ দেশের ৭৭'তম স্বাধীনতা দিবস (Independence Day 2023) উপলক্ষ্যে যখন তেরঙ্গায় সেজে উঠছে গোটা দেশ সেই শুভলগ্নে ঝাড়খণ্ড (Jharkhand) সেনা শিবিরে মাওবাদী হামলায় ঝরল জওয়ানের রক্ত। মৃত্যু হয়েছে দুই সেনার। সোমবার মধ্যরাতে পশ্চিম সিংভূম জেলায় মাওবাদী হামলায় ঝাড়খণ্ড জাগুয়ার ফোর্সের দুই জওয়ান নিহত হয়েছেন।

জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ ঝাড়খন্ডের সিআরপিএফ (CRPF) ক্যাম্প থেকে যখন টন্টো থানা এলাকার অন্তর্গত তুম্বাহকা বনের জাগুয়ার ক্যাম্পে খাবার সরবরাহ করা হচ্ছিল ঠিক সেই সময়ে জওয়ানদের লক্ষ্য করে একদল মাওবাদী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতেই মৃত্যু হয়েছে দুই জওয়ানের। জাগুয়ার ফোর্স পাল্টা গুলি যুদ্ধ শুরু করলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় মাওবাদীর দল।

পশ্চিম সিংভূম জেলায় মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজ্য পুলিশের ঝাড়খণ্ড জাগুয়ার ফোর্সের দুই জওয়ানের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন একজন সিনিয়র পুলিশ আধিকারিক। পশ্চিম সিংভূমের পুলিশ সুপার আশুতোষ শেখর জানান, নিহত দুই জওয়ানের নাম অমিত তিওয়ারি এবং গৌতম কুমার। তিনি আরও জানান, দিন কয়েক আগেই এই একই জায়গায় হামলা করেছিল মাওবাদীরা। সেই হামলায় নিহত হয়েছিলেন এক সিআরপিএফ জওয়ান এবং আরও এক জওয়ান আহত হন। এলাকায় মাওবাদী দৌরাত্ম্য নিয়ন্ত্রণে কড়া নজরদারি এবং তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।