জুম্মা বিরতি বাতিল (Photo Credit: X)

নয়াদিল্লি: অসম বিধানসভায় (Assam Assembly) শুক্রবার নামাজ (Friday Namaz) পড়ার জন্য দুই ঘণ্টার ছুটি বাতিল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) জানিয়েছেন, ঔপনিবেশিক আমলের অভ্যাসের বদল করতেই এমন সিদ্ধান্ত। এতদিন পর্যন্ত রাজ্যের বিধানসভার মুসলিম বিধায়ক ও কর্মীরা জুম্মাবার অর্থাৎ শুক্রবার বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত নমাজ পাড়ার জন্য বিরতি পেতেন। এবার থেকে তাঁরা আর বিরতি পাবেন না। বিধানসভার এক আধিকারিক জানিয়েছেন নতুন নিয়মটি পরবর্তী অধিবেশন থেকেই কার্যকর করা হবে। দুই ঘন্টার জুম্মা বিরতি বাতিল করে অসম বিধানসভায় উত্পাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে তিনি জানান।

হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছেন, মুসলিম লিগের সৈয়দ সাদুল্লাহ এই নিয়ম শুরু করেছিলেন। তাঁর আমল থেকে যে নিয়ম চালু আছে তা দেশের অন্য কোনও রাজ্যে নেই। তিনি অসম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি এবং বিধায়কদের ধন্যবাদ জানিয়েছেন এই ঐতিহাসিক সিদ্ধান্তকে সমর্থন করার জন্য।

নতুন সিদ্ধান্তটি বিজেপি সংখ্যাগরিষ্ঠ শাসক দলে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। তবে বেশ কয়েকজন ইসলাম ধর্মের বিধায়ক জানিয়েছেন, এটি সর্বসম্মত নয় এবং তাঁরা এটিকে বিজেপি বিধায়কের সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরী জানিয়েছেন, ‘এটি খুবই দুঃখজনক। এই ব্যবস্থাটি স্বাধীনতার আগে ১৯৩৬ সাল থেকে চালু রয়েছে, কিন্তু হঠাৎ করে কেন এই ব্যবস্থা বদলাতে হল তা আমরা বুঝতে পারছি না। আমরা এটাকে স্বাগত জানাই না, আমরা বিষয়টি নিয়ে দুঃখিত।' কিছু ইসলামি আইনপ্রণেতা এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি দুঃখও প্রকাশ করেছেন।