নয়াদিল্লিঃ রবিবার রাতে দিল্লিতে (Delhi) ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। আগুনে পুড়ে ছাই ই-রিক্সা। প্রাণ গেল দু'জনের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির দিলশাদ গার্ডেন এলাকার কোরি কলোনিতে। আচমকাই আগুন লাগে একটি ই-রিক্সায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় পাশে দাঁড়িয়ে থাকা আর একটি ই-রিক্সা এবং মোটরসাইকেলে। খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন ২৪ বছরের এক তরুণী এবং ৬০ বছরের বৃদ্ধ।
দিল্লিতে অগ্নিকাণ্ড, ই-রিক্সায় আগুন, মৃত ২
এই ঘটনায় ফায়ার অফিসার অনুপ সিং বলেন, "আমাদের কাছে রাত ১১.৩২ নাগাদ খবর আসে। আমরা দ্রুত ঘটনাস্থলে হাজির হই। ই-রিক্সায় আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়ায়। দু'টি ই-রিক্সা এবং একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে।" চার্জ দেওয়ার সময়ই এই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান। উল্লেখ্য, রবিবার সকালে উত্তরপূর্ব দিল্লির ঘোনদা এলাকায় একটি ই-রিক্সায় আগুন লাগে।
চার্জ দিতে গিয়ে বিপত্তি, পুড়ে ছাই ই-রিক্সা, মৃত্যু ২ জনের
Two died after fire breaks out at Delhi's Dilshad Garden
Read @ANI Story | https://t.co/2FvYABNcsc#NewDelhi #Fire #DilshadGarden pic.twitter.com/PuUu7irhqE
— ANI Digital (@ani_digital) June 8, 2025