নয়াদিল্লিঃ এবার অনলাইনে (Online)চরম হেনস্থার শিকার বেঙ্গালুরুর (Bengaluru) এক মহিলা ও তাঁর বান্ধবী। ‘ডিজিটাল গ্রেপ্তার’-এর ফাঁদে ফেলে ক্যামেরার সামনে তাঁদের নগ্ন হতে বাধ্য করল অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সূত্রপাত ১৭ জুলাই। সম্প্রতি থাইল্যান্ড থেকে বেঙ্গালুরুতে বেরাতে আসেন তাঁর ছোটবেলার এক বান্ধবী। তিনি থাইল্যান্ডে যোগ প্রশিক্ষকের কাজ করেন। অভিযোগ, পুলিশ অফিসারের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁদের ফোন করেন। তিনি নিজেকে কোলাবা থানার পুলিশ কর্তা হিসেবে পরিচয় দেন। এরপর মহিলা ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ করা হয়। নথিপত্র দেখিয়ে অভিযোগ প্রমাণ করার চেষ্টা করে প্রতারকেরা। ভয় দেখানো হয় ওই দুই মহিলাকে। এরপর ৯ ঘণ্টা তাঁদের আটকে রাখা হয়। এরপর নির্দিষ্ট অ্যাকাউন্টে ৫৮ হাজার ৪৪৭ টাকা পাঠাতে বলা হয়। সেই টাকা পাঠানোর পর ওই দুই মহিলাকে নগ্ন হয়ে শরীরের তিল দেখাতে বাধ্য করা হয়। প্রতারণার শিকার হয়েছেন বুঝে পুলিশের দ্বারস্থ হন ওই দুই মহিলা। এরপরবেঙ্গালুরুর পূর্ব সিইএন থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বেঙ্গালুরুতে ভয়ানক প্রতারণার শিকার দুই মহিলা
Beware!!! 🚨
कपड़े उतराने को किया मजबूर, नौ घंटे तक बेंगलुरु में दो महिला को रखा बंधक, डिजिटल अरेस्ट में लांघी सारी हदेंhttps://t.co/80WH4YOF5v #DigitalArrest#Bengaluru #Women #Fraud pic.twitter.com/vlsdbYOYcs
— Achlendra Kr. Katiyar (@achlendra) July 23, 2025