ফাইল ফটো (Photo Credit: Twitter/AITC)

কলকাতা: মেঘালয় বিধানসভা নির্বাচনের (Meghalaya Assembly elections) দিন ঘোষণা হয়েছে কয়েকদিন আগেই। সেখানে এবার বিজেপিকে (BJP) রাজ্য থেকে উৎখাত করে ক্ষমতায় আসার দাবি জানিয়েছে তৃণমূল (TMC)। সম্প্রতি মেঘালয়ে গিয়ে জনসভাও করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC chief Mamata Banerjee) ও দলের বর্তমান সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তারা ক্ষমতায় এলে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প করবেন বলেও দাবি করেছেন।

এই পরিস্থিতির মধ্যে রবিবার বিকেলে জানা গেল আগামী ২৪ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার মেঘালয়ের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইস্তেহার (election manifesto) প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। মেঘালয়ের মানুষ তাদের জয়ী করলে যে সমস্ত জনমুখী প্রকল্প তারা এই রাজ্যে চালু করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য ওই ইস্তেহারে থাকবে বলে জানা গেছে।