নয়াদিল্লিঃ জঙ্গলে বেড়াতে গিয়ে হাতির(Elephant) তাড়া খেয়ে ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কর্নাটকের(Karnantaka) বান্দিপুর টাইগার রিজার্ভে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই মুহূর্তের ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি বুনো হাতি। তার পাশ দিয়েই চলে যাচ্ছে বাইক, গাড়ি। এমন সময় রাস্তার পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসেন এক ব্যক্তি। তাঁকে দেখেই তাড়া করে হাতিটি। তাড়া খেয়ে খানিক দূর ছুটে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। ওই ব্যক্তির শরীরের উপর পা রাখে হাতিটি। এরপর হাতির সঙ্গে লড়াইয়ে রক্ষা পান ওই ব্যক্তি। প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হয়েছেন তিনি।
জঙ্গলের রাস্তায় হাতির আক্রমণের শিকার এক ব্যক্তি
সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। উল্লেখ্য, কর্নাটকের বান্দিপুর টাইগার রিজার্ভের এই রাস্তায় বন্যপ্রাণীদের উৎপাতের ঘটনা নতুন নয়। আগেও এই রাস্তায় হাতির তাড়া খেয়েছেন বহু পর্যটক। অন্যদিকে গত ফেব্রুয়ারিতে, চামরাজনগর জেলার জাতীয় উদ্যানে হাতির তাড়া খান দুই পর্যটক। হাতির সঙ্গে সেলফি তুলতে গয়ে বিপাকে পড়েন ওই দুই পর্যটক। তাঁদের রীতিমতো তাড়া করে হাতিটি।
হাতির আক্রমণে ভাগ্যরে জোরে প্রাণে বাঁচলেন ব্যক্তি, ভাইরাল ভিডিয়ো
Elephant Attack in Karnataka: Tourist Runs for Life As Tusker Charges and Tramples on Him in Bandipur Tiger Reserve; Disturbing Video Surfaces#Karntaka #BandipurTigerReserve #ElephantAttack | @susantananda3
— LatestLY (@latestly) August 11, 2025
Read: https://t.co/yudWUlCAMC
— LatestLY (@latestly) August 11, 2025