কলকাতাঃ আজ, ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস (TMC Martyr's Day)। সেই উপলক্ষে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় (Dharmatala) তৃণমূলের মহা সমাবেশ। এই মেগা ইভেন্টে যোগদান করেছেন লক্ষ লক্ষ কর্মী সমর্থক। এদিকে যখন ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তখন শিয়ালদাহর রাস্তায় দেখা গেল আর এক মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবিকল মুখ্যমন্ত্রীর বেশে রাস্তা ধরে হাঁটতে দেখা গেল তাঁকে। পরনে নীল পাড়ের সাদা শাড়ি। চোখে চশমা। হাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হাটছেন। জানা গিয়েছে, তিনি তৃণমূলের সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। তাই দলের নেত্রীর বেশেই ধর্মতলার দিকে রওনা দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে কমেন্টের ঝড়।
কলকাতার রাস্তায় নকল মমতাকে ঘিরে হইচই
উল্লেখ্য, প্রতিবছরের মতো এই বছরও শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় মানুষের ঢল। রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শহরে ভিড় জমাতে শুরু করেছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সোমবার সকাল থেকে ভিড় আরও বেড়েছে। শিয়ালদাহ, হাওড়া স্টেশনে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। ট্রেন, বাস, গাড়িতে চেপে শহরে এসেছেন কর্মী সমর্থকেরা। নেত্রীর বক্তব্য শুনতে সোজা পৌঁছেছেন ধর্মতলার সমাবেশে। ধর্মতলার মঞ্চ থেকে বক্তব্য রেখেছেন মমতা। বক্তব্য রেখেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শিয়ালদহ থেকে ধর্মতলামুখী 'নকল' মমতা, কে তিনি? দেখতে রাস্তায় ভিড়