ডায়মন্ডহারবার: বিধানসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসে প্রবীণ ও নবীন নেতৃত্ব নিয়ে বিতর্ক হচ্ছে। অভিষেক নাকি আস্তে আস্তে মমতা ব্যানার্জির হাত থেকে দলের রাশ নিজের হাতে তুলে নিচ্ছেন বলেও মন্তব্য করেন অনেকে। রবিবার নিজের লোকসভা কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে (Diamond Harbour) ভোট প্রচার ( Lok Sabha campaign) শুরু করে তার উত্তর দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC General Secretary Abhishek Banerjee)। আরও পড়ুন: WestBengal : শাহাজাহান ইস্যুতে পুলিশকে কড়া বার্তা রাজ্যপালের
এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "অনেকে বলছেন, পুরনো ও নতুন নেতাদের মধ্যে লড়াই (fight) চলছে। AITC-এর নেতৃত্বে মুখ্যমন্ত্রীই (CM) রয়েছেন। যদি তিনি আমাকে ২০২৪-এর জন্য কোনও দায়িত্ব (responsibility) দেন, আমি তা নেব। তবে বর্তমানে তিনি দ্রুত দল চালাচ্ছেন। কিন্তু, মানুষ একবার নির্দিষ্ট বয়সে পৌঁছলে তাঁদের উৎপাদনশীলতা (productivity) কমে যায়। ৩০ বছর বয়সে আপনি যা করতে পারতেন, ৫৬ বছর বয়সে তা পারবেন না। দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) (Mamata Banerjee) সঙ্গে সিনিয়র ও জুনিয়র নেতারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন।" আরও পড়ুন: West Bengal : ইডির ওপর হামলার নিন্দা তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের, এই ধরনের ঘটনা নতুন নয় পাল্টা দিলীপ ঘোষের
South 24 Parganas, West Bengal: At the Lok Sabha campaign for Diamond Harbour, TMC National General Secretary Abhishek Banerjee says, "Many people are saying that there is a fight between the old and the new leaders... AITC is led by the CM. If she gives me any responsibility for… pic.twitter.com/V1hsgIt7QD
— ANI (@ANI) January 7, 2024