শনিবার সকালে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর (Mahua Moitra) বাড়িতে সিবিআইয়ের হানা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, "মহুয়া যেদিন থেকে দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছে সেদিন থেকে তাঁর বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি করছে কেন্দ্র সরকার। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আগেই দোষী ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে এসব করে তাঁকে দমানো যাবে না। উনি কৃষ্ণনগরের প্রার্থী হয়েছেন। বিজেপি যাই করুক না কেন ওঁকে কোনওভাবেই হারাতে পারবে না"।
#WATCH | On CBI raids at TMC leader Mahua Moitra's residence, TMC leader Kunal Ghosh says, " This is vindictive politics by the central govt. Mahua Moitra raised questions against the corruption by BJP and after that she became their target...she did not even get a chance to… pic.twitter.com/3hvVrPZHU7
— ANI (@ANI) March 23, 2024