প্রতীকী ছবি (File Photo)

লখনউ, ৩০ আগস্ট: ক্রাইম ওয়েব সিরিজ দেখে একেবারে মোহতে পড়ে গিয়েছিল৷ সেই ওয়েব সিরিজকে অনুপ্রেরণা ধরে নিয়ে সোনার দোকানে ডাকাতি করল তিন যুবক৷ জানা গেছে, সম্প্রতি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ “Money Heist”৷ এই সিরিজ দেখেই তাদের ডাকাতির ইচ্ছে মনে জাগে৷ শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোমতী নগরে (Gomti Nagar)৷ ডাকাতির তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্য আসে৷ ধরা পড়ে ডাকাতির মূল কারিগর৷ ধৃতের নাম প্রদীপ৷ সে ওই দোকানের সেলসম্যান ছিল৷ সহকর্মীর মাথায় বন্দুক বাগিয়ে ধরেছিল সেইই৷ ডাকাতির পরিকল্পনার ছক করেছিল প্রদীপ একাই৷ প্রথম সহযোগী ইমরান বোরখা পরে দোকানে প্রবেশ করে৷  আরও পড়ুন-Afghanistan Crisis: সাতসকালেই রকেট হানা, কাঁপল কাবুল

একেবারে মেয়েলি গলায় কথা বলে সেলসম্যানের নজর ঘুরিয়ে দেয় ইমরান৷ হাত সাফাইয়ের পর পাতলি গলি দিয়ে কেটে পড়ার বন্দোবস্তও ছিল জব্বর৷ প্রদীপের দ্বিতীয় সহযোগী সন্দীপ গুপ্তা গাড়ি নিয়ে তৈরিই ছিল৷ যেই না ডাকাতি সম্পন্ন হয়েছে ওমনি প্রদীপ ও ইমরানকে গাড়িতে তুলে উধাও সন্দীপ৷ বলাবাহুল্য, তিন নভিশ ডাকাতের মনেই আসেনি দোকানের সিসিটিভি-র কথা৷ সেই ফুটেজই ধরিয়ে দিয়েই তিন মক্কেলকে৷ সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়েছেন গোমতী নগরের এসিপি শ্বেতা শ্রীবাস্তব৷ চুরি যাওয়া ১৫ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছে৷ বোরখা ও স্নিকার পরিহিত ইমরান-সহ গাড়িটিকে ধরা হয় স্থানীয় গঙ্গোত্রী বিহার এলাকা থেকে৷

এই প্রসঙ্গে এসিপি বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি স্পষ্ট হয়ে গেল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম৷ ম্যারাথন জেরার মুখে প্রদীপ ভেঙে পড়ে৷ এরপরই ইমরান ও সন্দীপকে গ্রেপ্তার করা হয়৷” ধৃতরা স্কুলেই পড়াশোনার পাট চুকিয়ে দিয়েছে৷ খুব তাড়াতাড়ি প্রচুর টাকার মালিক হয়ে বিলাসবহুল জীবন কাটানোর পরিকল্পনা ছিল তাদের৷ ডাকাতির আগের দিনই প্ল্যান করা হয়েছিল৷ তবে গাড়ি থেকে বেরনোর সময় স্নিকার খুলে ফেলতে ভুলে যায় ইমরান৷   তার উপরে দোকানের সামনে লাগানো সিসিটিভি-র কথাও তাদের মনে ছিল না৷