প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ কবাডি (Kabaddi) ম্যাচ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট (Eelectrocuted) হয়ে মৃত্যু ৩ দর্শকের। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের (Chhattisgarh)কোন্ডাগাঁও জেলার দরাজপুর ব্লকের রাবাসওয়াহি গ্রামে। শনিবার রাতে এই গ্রামে একটি কবাডি ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন ম্যাচ দেখার জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল। ওই তাঁবুতে বসেই ম্যাচ দেখছিলেন দরশকেরা। আচমকা একটি হাই-ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে ওই তাঁবু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন দর্শকের। আগুনে ঝলসে যান আরও বেশ কয়েকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আচমকা ঝড় শুরু হলে তাঁবুর পাশে এসে পড়ে ১১ কেভির একটি বিদ্যুতের তার। ওই তাঁর তাঁবুর লোহার খুঁটি স্পর্শ করতেই এই ঘটনা ঘটে। আহতদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

কবাডি ম্যাচ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৩ দর্শকের

জানা গিয়েছে,  মৃতদের নাম সতীশ নেতাম, শ্যামল নেতাম এবং সুনীল শোরি। শ্যামল এবং সুনীল দু'জনেই নিকটবর্তী গ্রামের বাসিন্দা। অন্য দিকে সতীশ নিজে একটি দলের হয়ে খেলছিলেন। দুর্ঘটনার সময় তাঁর খেলা ছিল না। তাই দুই বন্ধুর সঙ্গে বসে ম্যাচ উপভোগ করছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা ঘটে।

মর্মান্তিক! কবাডি ম্যাচ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৩ দর্শকের