
নয়াদিল্লিঃ রাজধানীর বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। আগুন লাগল বহুতলে। প্রাণ বাঁচাতে দুই সন্তানকে নিয়ে আট তলা থেকে ঝাঁপ যুবকের। অগ্নিকাণ্ডে আহত হয়ে হাসপাতালে (Hospital) আরও দুই জন। স্থানীয় সূত্রে খবর , একই পরিবারের সদস্য তাঁরা। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ দিল্লির দ্বারকার ১৩ নম্বর সেক্টরের একটি বহুতলে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কে সন্তানদের বুকে নিয়ে আট তলা থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৩ জনের
জানা গিয়েছে, ওই যুবকের নাম যশ যাদব। কন্যা এবং এক পুত্র সন্তানকে নিয়ে ঝাঁপ দেন তিনি। অগ্নিকাণ্ডের জেরে আগুনে ঝলসে গিয়েছেন তাঁর স্ত্রী ও জ্যেষ্ঠপুত্র। হাসপাতালে ভর্তি তাঁরা। অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। কীভাবে ওই বহুতলে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ওই আবাসনের বাকি বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের।
বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে সন্তানদের নিয়ে ৮ তলা থেকে ঝাঁপ যুবকের, মৃত্যু ৩ জনের
Three people (father, son and daughter) died after a fire broke out in a flat on the seventh floor of Sabad Apartment, Dwarka Sector 13. All three jumped from the balcony to save themselves.#Fire #Death #Delhi pic.twitter.com/ryoUAZSOSr
— India Today NE (@IndiaTodayNE) June 10, 2025