Mathura Shocker: নাবালক-সহ একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু, মথুরায় চাঞ্চল্য
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মথুরা, ৮ ফেব্রুয়ারি: ১১ বছরের নাবালক-সহ একই পরিবারের তিন সদস্যের রহস্য মৃত্যু। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরা শহরে। রবিবার মথুরার (Mathura Shocker) ফারাহ এলাকার ওই বাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধার হয়েছে। মৃতরা হলেন নীরজ গয়াল (৩৫), রীমা(৩০), এবং তাঁদের ১১ বছরের ছেলে আনমোল। এই প্রসঙ্গে মথুরার পুলিশ সুপার এমপি সিং সাংবাদিকদের জানিয়েছেন, বাড়ির দরজা ভেঙে দেখা যায় নীরজ গয়ালে ঝুলন্ত মৃতদেহ এবং বিছানায় স্ত্রী রীমা ও ছেলে আনমোলের নিথর দেহ পড়েছিল। প্রথামিক তদন্তে রীমাদেবী ও ছেলে আনমোলকে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। তাদের মুখ দেখে এমনটাই মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নীরজ গয়ালের বাড়ি রবিবার সকাল থেকে বন্ধই ছিল। আরও পড়ুন-Farmers' Protest: কৃষক আন্দোলন নিয়ে উসকানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ, টুইটারকে ১১৭৮টি পাকিস্তানি খালিস্তানি অ্যাকাউন্ট ডিলিটের নির্দেশ কেন্দ্রের

প্রতিদিনের মতো রবিবার সকালে গয়াল বাড়ি থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা চিন্তিত হয়ে পড়েন। বাড়ির বাইরে গিয়ে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ রয়েছে। এমন একটা ঘটনায় সবারই সন্দেহ হয়। প্রতিবেশীরা পুলিশে খবর দিলে দরজা ভেঙে তিনজনের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। প্রাথমিক তদন্তে খুন ও আত্মহত্যাই মনে হচ্ছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নীরজ একটি দোকান কিনে ব্যবসা করছিলেন নিজের মতো। বছর তিনেক আগে রীমার সঙ্গে তাংর বিয়ে হয়। তবে তাঁদের দাম্পত্য সম্পর্ক ভাল ছিল না। রীমার এটি দ্বিতীয় বিয়ে। আনমোল রীমার প্রথম পক্ষের সন্তান।