শ্রীনগর: মঙ্গলবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গিদের (terrorists) সঙ্গে এনকাউন্টার (encounter) শুরু হয়েছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের। বিকেলের দিকে অনেক গোলাগুলি চালানোর পর অবশেষে সাফল্য পেলেন তাঁরা। ধরা পড়ল তিনজন জঙ্গি আর খতম হল একজন। এছাড়া ১০ কেজি আইইডি (IED) ও দুটি হ্যান্ড গ্রেনেড (hand grenades) উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রঙ্গিত (Rangreth) এলাকার সিতু (Situ) থেকে তিনজন হাইব্রিড জঙ্গিকে (hybrid terrorists) গ্রেপ্তার করেছে শ্রীনগর পুলিশ (Srinagar Police)। ধৃতদের কাছ থেকে ১০ কেজি ব্যাকেট আইইডি (Bucket IED) ও দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়। পরে ওই ব্যাকেট আইইডিটিকে ফাটিয়ে দেন বম্ব ডিসপোজাল স্কয়াডের সদস্যরা। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ, অস্ত্র ও বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে বিজবেহারা এলাকায় এনকাউন্টারে খতম হয়েছে এক জঙ্গি। আর অবন্তীপোরায় এনকাউন্টার চলছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, মঙ্গলবার সাম্বার নাড্ড এলাকা থেকে বিমানের মতো দেখতে একটি সবুজ ও সাদা রঙের বেলুন উদ্ধার হয়েছে। যার গায়ে বিএইচএন (BHN) ও এমিরেটস (emirates) লেখা আছে। এই বেলুনটি কোথা থেকে এলো তা নিয়ে তদন্ত চলছে।
Jammu and Kashmir | Three hybrid terrorists arrested, 10 kgs Bucket IED & 2 hand grenades recovered. IED is being destroyed in-Situ in the Rangreth area by Bomb Disposal squad. Case registered under relevant sections of UAPA, Arms act and Explosives act: Srinagar Police pic.twitter.com/G6rT9ej0Kg
— ANI (@ANI) November 1, 2022
#UPDATE | One terrorist killed in Bijbehara encounter. Operation going on. Another encounter in Awantipora also going on: Jammu and Kashmir Police https://t.co/kDXKmr7BjG
— ANI (@ANI) November 1, 2022
A balloon in the shape of an aeroplane in green and white colour with BHN and emirates written on it has been recovered in the Nadd area of Samba. Further investigations underway: Jammu and Kashmir Police
— ANI (@ANI) November 1, 2022