নয়াদিল্লিঃ দিল্লির (Delhi) পর আবার উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। এবার উত্তরপ্রদেশের একাধিক স্কুলে বোমা হামলার (Bomb Threat) হুমকি। এই হুমকির পর স্কুলগুলিতে শুরু তল্লাশি। যদিও সন্দেহজনক কিছু মেলেনি। দিন কয়েক আগেই দিল্লির অন্তত দশটি স্কুলে হুমকির মেল আসে। এনক্রিপ্টেড নেটওয়ার্কের মাধ্যমে ওই বোমা হামলার হুমকি দেওয়া হয়। এই রেশ কাটতে না কাটলেই এবার টার্গেট উত্তরপ্রদেশ। আগ্রা, মিরাট, কানপুরের একাধিক বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকি আসে। পুলিশ সূত্রে খবর, বুধবার উত্তরপ্রদেশের দু'টি স্কুলে বোমা হামলার হুমকি আসে। আগ্রার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) বিনায়ক ভোসলে জানিয়েছেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই দু'টি স্কুলে পৌঁছয় বোম্ব ডিসপোজাল স্কোয়াড। নিয়ে আসা হয় ডগ স্কোয়াড। স্কুলগুলিতে তল্লাশি চালানো হয়। কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগ্রা পুলিশের অনুমান কলকাতা থেকে এই ইমেল আসছে। কিন্তু কী উদ্দেশ্য নিয়ে এই হুমকি মেল আসছে তা তদন্ত করছে পুলিশ। এই একই ধরনের মেল এসেছে মিরাটের একটি বেসরকারি স্কুলেও। সেটি মঙ্গলবার দুপুরে। কিন্তু কানওয়ার যাত্রা উপলক্ষে স্কুল বন্ধ থাকায় এদিন আতঙ্কের কোনও ঘটনা ঘটেনি।
দিল্লির পর এবার উত্তরপ্রদেশ, একাধিক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, শুরু তদন্ত
🚨आगरा : दो स्कूलों को बम से उड़ाने की मिली धमकी🚨
🆔 दोनों स्कूलों के प्रबंधन ने पुलिस को दी सूचना
📍 थाना पुलिस, बम निरोधक दस्ता पहुंचा
➡️ स्कूल में नहीं मिली कोई संदिग्ध वस्तु
🕵️♂️ ईमेल भेजने वाले की जानकारी जुटा रही पुलिस
📍 मंगलवार को भेजा गया था धमकी भरा ईमेल
📍 दयालबाग… pic.twitter.com/00W6lkHE3H
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) July 23, 2025