Photo: ANI

কাজিরাঙ্গা: জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় সময়ের আগেই ঘটে যাচ্ছে অনেক কিছু। এবার মরশুমের আগেই তাই অসমের (Assam) কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে (Kaziranga National Park) এল পরিযায়ী পাখির (migratory birds) দল। রবিবার সকাল থেকেই কাজিরাঙ্গা সংলগ্ন জলাশয়ে দেখা মিলেছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী হাজার হাজার পাখি। যার ভিডিয়ো দেখলে ভালো লাগবে আপনারও।

এপ্রসঙ্গে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের রিসার্চ অফিসার রবীন্দ্র শর্মা জানান, গত বছর নভেম্বর কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পরিযায়ী পাখির দেখা মিলে ছিল নভেম্বর মাসে। কিন্তু, এবছর বিভিন্ন প্রজাতির (several species) পাখিরা এখন থেকেই কাজিরাঙ্গা আসতে শুরু করেছে। ইতিমধ্যেই আমরা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বুরাপাহাড (Burapahar), বাগোরি (Bagori)ও অঘোরাটলি (Agoratol) এলাকায় পরিযায়ী পাখিদের দেখা পেয়েছি।