Representational Image (Photo Credits: Wikimedia Commons )

নয়াদিল্লিঃ পরিষ্কার পরিচ্ছন্ন রাজ্য, নীল সমুদ্র সৈকত, পাহড়,জঙ্গলে ভরা রাজ্য। সারা বছর প্রচুর পরিমাণে মানুষ এই রাজ্যে ঘুরতে যান। কথা হচ্ছে 'ভগবানের আপন দেশ' কেরলের (Kerala)। জানেন কি প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই রাজ্যে রয়েছে বিপদের হাতছানি। পরিসংখ্যান বলছে, এই রাজ্যে সবেচেয়ে বেশি বিষধর সাপ রয়েছে। পরিসংখ্যান বলেছে, শুধুমাত্র এই রাজ্যে ৩৫০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে বিষধর ও বিষহীন দুই ধরনেরই সাপ রয়েছে। এত ধরনের সাপ ভারতের আর কোনও রাজ্যে নেই বলে দাবি বিশেষজ্ঞদের।

ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বিষধর সাপের বাস?

কেরলের বিভিন্ন শহরে রাসেল ভাইপার, ক্রেট, কোবরা-সহ একাধিক বিষধর সাপের দেখা মেলে। এছাড়া কেরালা কাদা সাপ, ব্রাহ্মণ্য ব্লাইন্ড স্নেক প্রজাতির সাপও রয়েছে এই রাজ্যে। বিশেষ করে জঙ্গল ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গিজগিজ করে সাপেরা। বর্ষাকালে সাপের উপদ্রব আরও বাড়ে বলেই জানা গিয়েছে স্থানীয়দের থেকে। প্রতিবছর কেরলে বর্ষায় প্রচুর মানুষ সাপের কামড়ে মারা যান। যদিও কেরলের মানুষ সাপকে দেবতা রুপে পুজো করে থাকেন। নাগদেবতা মন্দিরে সাপের আরাধনা হয়। বিভিন্ন গৃহস্থ বাড়িতে দেখা মেলে নাগদেবতার মূর্তির।

উল্লেখ্য, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সাপ দেখা যায় ব্রাজিলের স্নেক আইল্যান্ডে। দক্ষিণ-পূর্ব ব্রাজিলের সাও পাওলো শহর থেকে প্রায় ৯০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপটি। এখানে প্রায় ৪,০০০ প্রজাতির সাপের বাস।

চারদিকে গিজগিজ করছে বিষধর সাপ! এই রাজ্যে ঘুরতে যাওয়ার আগে সাবধান