From Reel To Reality: স্কুলে সিনেম্যাটিক চুরি, It’s Me Dhoom 4', পালানোর আগে ব্ল্যাকবোর্ডে লিখল চোর
'It's Me Dhoom 4' (Credits: Twitter)

ভুবনেশ্বর, ৫ জুলাই:  শিল্প যতটা জীবনকে প্রভাবিত করতে পারে, তাঁর থেকে অনেকগুণ বেশি জীবন শিল্পকে প্রভাবিত করে। ওসকার ওয়াইল্ডের এই বক্তবই যেন ফুটে উঠল ওড়িশার নবরংপুর জেলার একটি স্কুলে। একেবারে “ধুম ৪” স্টাইলে চুরি (Theft) হল স্কুলটিতে চোর এসে স্কুলের কম্পিউটার, জেরক্স মেশিন-সহ বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে গেল। তারপর ধুম সিনেমার সংলাপের ঢঙে ক্লাসের ব্ল্যাকবোর্ডে লিখে দিল, “ধুম ৪”, “আমরা ফিরব”, “পারলে আমাদের ধরো”, “শিগগির আসছি।” আরও পড়ুন-Mumbai: ভুল করে অচেনা অ্যাকাউন্টে ৭ লক্ষ টাকা ডিপোজিট, তরুণীর মুখে হাসি ফোটাল মুম্বই পুলিশ

এসবের পাশাপাশি ব্ল্যাকবোর্ডে বেশকিছু ফোন নম্বরও লিখেছে চোরের দল। যা দেখে বেশ বোঝা যাচ্ছে, হয় পুলিশকে নিজেদের সম্পর্কে তথ্যসূত্র দিল অথবা তদন্তে বাধা দিতে পুলিশকে বিভ্রান্ত করল।

গত শনিবার সকালে স্কুলে গিয়ে পিওনের নজরে আসে চুরির বিষয়টি।স্কুলের দরজা ভাঙা দেখে তিনি প্রধান শিক্ষককে ফোন করেন। সবাই এলে দেখা যায় কম্পিউটার, জেরক্স মেশিন-সহ বহু মুল্যবান দ্রব্যাদি চুরি গেছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়।