মুম্বই, ৫ জুলাই: আত্মীয়কে টাকা পাঠাতে গিয়ে অপরিচিত ব্যক্তির অ্যাকাউন্টে ৭ লক্ষ টাকা ডিপোজিট করে দিলেন এক তরুণী (Mumbai)। মোবাইলে মেসেজ দেখেই তাঁর টনক নড়ল। ছুটে গেলেন ব্যাঙ্কে। ভুল করে অপরিচিত কোনও গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা করেছেন। বিষয়টি ব্যাঙ্ককর্মীর কাছে খুলে বলে সাহায্য তাইতো বছর ৩৪-এর ওই তরুণী। তবে ব্যাঙ্কের তরফে কোনও সাহায্য করা হয়নি। সাফ জানিয়ে দেওয়া হয়, এটা গ্রাহকের ভুল, তাই ব্যাঙ্ক সাহায্য করতে নারাজ। আরও পড়ুন-Maharashtra: সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিচ্ছেন একনাথ শিন্ডে, দেখুন ভিডিও
सावधान मुंबईकर!
विवाह नोंदणीच्या संकेतस्थळांवर फसवणुकीबाबत घ्यावयाची खबरदारी.#CyberSafety#CyberSafeMumbai pic.twitter.com/Mc1ZSop9KU
— Mumbai Police (@MumbaiPolice) July 4, 2022
গত ২৯ জুন ঘটনাটি ঘটে মীরা রোড এলাকায়। ওই তরুণী ভুল করে ৭ লক্ষ টাকা পাঠিয়ে দেন মুম্বইয়ের কোনও এক গ্রাহকের অ্যাকাউন্টে। এরপর ব্যাঙ্ক থেকে সাহায্য না পেয়ে তরুণী ছোটেন সাইবার থানায়। পুলিশ তদন্তে নেমেছি জানতে পারে সেই ভাগ্যবান গ্রাহকের নাড়ি নক্ষত্র। তাঁকে টাকাটা ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলে তিনি সাফ জানান, লটারিতে অর্থলাভ হয়েছে। এ টাকা তিনি দেবেন না।
এবার ভাসাই বিহার থানার পুলিশ ওই গ্রাহকের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বলতেই কাজ হয়। পুলিশি ঝামেলা এড়াতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফিরিয়ে দেন ওই গ্রাহক। ২ জুলাই ফের ৭ লক্ষ টাকা তরুণীর অ্যাকাউন্টে ফিরে আসে।