চলতি মাসেই জেল থেকে মুক্তি পেয়েছেন (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেতেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নিয়ে নির্বাচনী প্রচারে জন্য ঝাঁপিয়ে পড়লেন কেজরিওয়াল। সামনেই হরিয়ানায় নির্বাচন, আগামী কয়েকমাসের মধ্যে দিল্লিতেও নির্বাচন রয়েছে। ফলে বর্তমানে দলকে শক্তিশালী করতে ময়দানে নেমে পড়েছেন তিনি। হরিয়ানা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করছে না আপ, অর্থাৎ একক ভাবেই ভোটের ময়দানে লড়বে দুটি দল। সেই কারণে বিজেপি ও কংগ্রেস দুই বড় দলের সঙ্গে লড়তে হবে আপকে। তাই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন কেজরি।

বুধবার রোহতকে নির্বাচনী প্রচারে গিয়ে আপ সুপ্রিমো বলেন, "আমাদের দল পঞ্জাবে ক্ষমতায় আছে, দিল্লিতেও আছে, মাঝে শুধু হরিয়ানা রয়েছে, এখানেও আমাদের সরকার হলে আমি হরিয়ানাবাসীর সেবা করতে পারবো। হরিয়ানা আমার জন্মভূমি, আমি এখানকার ভূমিপুত্র, ফলে আমায় একবার সুযোগ দেওয়া উচিত। পাঁচ মাস আগে আমায় বিজেপি জেলে পাঠিয়েছিল। ওঁরা আমার ওষুধ বন্ধ করে দিয়েছিল। আমি ডায়বেটিসের রোগী, দিনে চারবার ইনসুলিন চলে আমার। কিন্তু সেটাও বন্ধ করে দিয়েছিল। শেষে আদালতে আবেদন করায় ইনসুলিন শুরু হয়"।

কেজরিওয়াল আরও বলেন, "জেলে আমার ওপর এভাবেই অত্যাচার করা হচ্ছিল। কিন্তু আমাকে ভাঙা যায়নি। কারণ হরিয়ানার ছেলেদের ভাঙা অত সহজ নয়। আমি আবার ফিরে এসেছি এবং আরও শক্তি নিয়ে ফিরে এসেছি"।