DK Shivakumar (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১৮ মেঃ বিতর্কের জোট কাটিয়ে অবশেষে কর্ণাটকের মুখ্যমন্ত্রী (Karnataka CM) নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করল কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রীতেই ভরসা রাখল হাত শিবির। কন্নড় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। আর মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা ডিকে শিবকুমার (DK Shivakumar) পেলেন উপ-মুখ্যমন্ত্রীর পদ। বৃহস্পতিবার ঘোষণা করল কংগ্রেস হাইকমান্ড। নতুন দায়িত্ব পেয়ে সাংবাদিকদের কাছে শিবকুমার বললেন, 'জনগণ যখন দায়িত্ব দিয়েছে তখন আমাদের অবশ্যই খুশি হওয়া উচিৎ। নিজেদের প্রতিশ্রতি পূরণ করা উচিৎ। এটাই এখন আমাদের মূল মন্ত্র'।

মুখ্যমন্ত্রীর আসন হাতছাড়া হওয়ায় তিনি হতাশ হয়েছেন কিনা জানতে চাওয়ায় তিনি বলেন, 'কেন আমি হতাশ হব। এখনও অনেক পথ যেতে হবে'। তাঁর এই বক্তব্য স্পষ্ট, আগামী দিনে আরও বড় দায়িত্বের পথ চেয়ে রয়েছেন কর্ণাটকের নবনিযুক্ত ডেপুটি মুখ্যমন্ত্রী শিবকুমার (Karnataka Deputy CM DK Shivakumar)।

দেখুন... 

উল্লেখ্য, আগামী শনিবার মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন সিদ্দারামাইয়া এবং শিবকুমার।