ভারতে করোনাভাইরাস (Photo Credits: Getty Images)

নতুন দিল্লি, ৩ জুন: বুধবার ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (coronavirus cases in India) ২ লক্ষের সীমানা ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯০৯ জন। মৃত্যু হয়েছে ২১৭ জনের। সবমিলিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৬১৫। এর মধ্য়ে ১ লক্ষ ১ হাজার ৪৯৭ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এক লক্ষ ৩০৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। সেই সঙ্গে মৃত্যুমিছিলে শামিল হয়েছেন ৫ হাজার ৮১৫ জন। করোনা মহামারীতে ধারাবাহিকতা বজায় রেখে আরও খারপ অবস্থায় মহারাষ্ট্র। সবথেকে বেশি কোভিড-১৯ রোগী মুম্বইয়ের। আরও পড়ুন-Remove China Apps: গুগল প্লে স্টোর থেকে উধাও রিমুভ চিনা অ্যাপস, কেন জানেন?

মহারাষ্ট্র একই সঙ্গে নিসর্গ ঘূর্ণিঝড়ের কবলে। যা আজই আলিবাগে ল্যান্ডফল করতে চলেছে। বুধবার আইসিএমআর জানিয়েছে, দেশে এতদিন পর্যন্ত ৪১ লক্ষ ৩ হাজার ২৩৩টি লালারসের নমুনা পরীক্ষা হয়েছে। এবং গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৩৭ হাজার ১৫৮টি নমুনা পরীক্ষা হয়েছে।

মঙ্গলবার স্বাস্ত্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ভারতে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার হার ৪৮ শতাংশ। এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রক জানায়, দেশে করোনায় মৃত্যুর হার ২.৮২ শতাংশ। যা বিশ্বের মধ্যে সবথেকে কম মৃত্যুর হার।