শনিবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মধ্যপ্রদেশের মোরেনার (Morena) ইসলামপুরা (Islampura) এলাকা। জানা যাচ্ছে, এই বিস্ফোরণে একটি বাড়ি ভেঙে পড়ে। কমপক্ষে ৬ জন মানুষ আটকে পড়েছিল এই দুর্ঘটনায়। গতকাল রাতে ৩-৪ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ২ জন মহিলার মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনও ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও এসডিআরএফের সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছে। আর কয়েকজনের আটকে পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা এখনও পরিস্কার নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বাজি তৈরির সরঞ্জাম খেকেই এই বিস্ফোরণ ঘটেছে।

সূত্রের খবর, এই এলাকায় একাধিক বাজি তৈরির কারখানা অবৈধভাবে চলছে। যদিও অবৈধ বাজি কারখানার অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু বছরখানেক আগেও ঠিক একই জায়গায় একটি বিস্ফোরণে উড়ে গিয়েছিল বাড়ির একাংশ। সেই ঘটনায় কমপক্ষে ৬-৭ জনের মৃত্যু ঘটেছিল। সেই সময় বাজি তৈরির একাধিক সরঞ্জাম ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল। তবে এবারে সন্দেহজন কিছুই উদ্ধার হয়নি বলেই খবর। ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ পুলিশ।