Cigarette Ban (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ এবার ধূমপান (Smoke) নিয়ে ব্যাপক কড়াকড়ি কর্ণাটক সরকারের (Karnataka Government)। ২১ বছর না হলে তামাজজাত দ্রব্য কেনা যাবে না, নয়া নিয়ম চালু করল সরকার। আগেই ১৮ বছরের কম অর্থাৎ নাবালক-নাবালিকাদের জন্য এই নিয়ম লাগু ছিল। ১৮ থেকে সেই বয়স বাড়িয়ে ২১ করা হল। গত ৩০ মে এই নির্দেশিকা জারি করা হয় সরকারের তরফে। উল্লেখ্য, রাষ্ট্রপতির কাছ থেকেও সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্টস বিল পাশ হওয়ার পরই এই নিয়ম চালু করা হয়। এছাড়া প্রকাশ্যে ধূমপানের করলে জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে। এই নিয়মও সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্টস বিলের আওতায় পড়ে।

ধূমপান নিয়ে কড়া পদক্ষেপ কর্ণাটক সরকারের

শুধু ধূমপানই নয়, গুটকা সেবনও এই আইনের আওতাতেই পড়ে। সম্প্রতি কর্ণাটক সরকারের তরফে ৩০ টির বেশি রুম যুক্ত হোটেল, বিমানবন্দরের স্মোকিং জোন, কয়েকটি রেস্তোরাঁকে চিহ্নিত করা হয়েছে। যেখানে ধূমপান করা যাবে। অন্যদিকে নির্দেশিকায় জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোনও তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। প্রকাশ্যে তামাকজাত দ্রব্য বিক্রি করতে গিয়ে ধরা পড়লে ২০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

২১ বছর বয়স হয়নি? তামাকজাত দ্রব্য কিনতে গিয়ে ধরা পড়লেই কড়া শাস্তি এই রাজ্যে