নয়াদিল্লিঃ ভিডিয়ো কলে (Video Call) রয়েছে প্রেমিক(Boyfriend)। সেই কল চালু রেখেই আত্মঘাতী তরুণী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) থানেতে (Thane)। এই ঘটনায় ইতিমধ্যেই মৃতার প্রেমিককে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওই তরুণীকে হয়রানি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার থানের টিটওয়ালা এলাকায় নিজের বাড়িতেই আত্মঘাতী হন ওই তরুণী। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের মাধ্যমে ওই যুবকের সঙ্গে পরিচয় হয় তরুণীর। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই যুগলের মধ্যে। কিন্তু তরুণীর পরিবারের অভিযোগ, সম্পর্কে থাকাকালীনএকাধিক যুবতীর সঙ্গে সম্পর্কে ছিল ওই তরুণ। তরুণীকে বারবার প্রতারণা করে সে। শুধু তাই নয়, মৃতার গয়না নিয়ে আটকে রেখেছিল অভিযুক্ত। সেই গয়না চাইলেই নানাভাবে তাঁকে হুমকি দিত সে। এমনকী তরুণীর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হত। মানসিক অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি এমনটাই দাবি পরিবারের। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ভিডিয়ো কলে প্রেমিককে সাক্ষী রেখে আত্মঘাতী তরুণী
Thane Woman Dies By Suicide During Video Call With Boyfriend: Police https://t.co/nilx6CfYpQ pic.twitter.com/zp9zINMAGN
— NDTV (@ndtv) August 31, 2025