নং বুয়া লাম্পু: থাইল্যান্ডের (Thailand) একটি চাইল্ড ডে কেয়ার সেন্টারে (Children's Day-Care Centre) ঢুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে কমপক্ষে ৩৪ জনকে হত্যা করল একজন প্রাক্তন পুলিশকর্মী (ex-police officer)। মৃতদের মধ্যে ২২ জন শিশু ও ১২ জন ওই সেন্টারের কর্মী রয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে পুরো থাইল্যান্ডে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব থাইল্যান্ডের নং বুয়া লাম্পু (Nong Bua Lamphu) প্রদেশে অবস্থিত ওই চাইল্ড কেয়ার সেন্টারে আচমকা ঢুকে গুলি চালাতে শুরু করে সদ্য কাজ থেকে বরখাস্ত হওয়া পুলিশকর্মী পানায়া কামরাব। তার সঙ্গে ধারালো ছুরিও ছিল। এর জেরে ওই চাইল্ড সেন্টারে থাকা ২২ জন শিশু ও ১২ জন কর্মীর মৃত্যু হয়। এরপর ব্যাঙ্ককের (Bangkok) নম্বর প্লেট লাগানো একটি সাদা পিকআপ ভ্যানে করে আততায়ী পালিয়ে যায়। এখনও পর্যন্ত ওই প্রাক্তন পুলিশকর্মীকে গ্রেপ্তার করা যায়নি। জানা যায়নি কী কারণে সে এই নারকীয় হত্যাকাণ্ড চালালো। ইতিমধ্যেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নির্দেশে গোটা এলাকা ঘিরে ফেলে আততায়ীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।