Same-Sex Marriage Bill: থাইল্যান্ড সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত! পাশ হল সমকামী বিবাহ বিল

একদিকে যখন ভারত সরকার সমকামীদের মর্যাদা দিতে কয়েকশোবার ভাবনাচিন্তা করে পদক্ষেপ নিচ্ছে, তখন অন্যদিকে থাইল্যান্ড সরকার নজিরবিহীন সিদ্ধান্ত নিল। থাই সরকার সংসদ ভবনে পাশ করল সমকামী বিবাহ বিল। সম্প্রতি এই যুগান্তকারী পদক্ষেপ নিল প্রশাসন। তবে বিলটি আইনে পরিণত হওয়ার আগে সেনেট এবং রাজার অনুমোদনের প্রয়োজন। অনুমতির জন্য ইতিমধ্যে বিলটি পাঠিয়েও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।