নির্বাচনমুখী তেলঙ্গানায় (Telangana) শাসক দলের সঙ্গে কংগ্রেসের (Congress) কোন্দল। শনিবার রাত ১১টা নাগাদ নাগারকুরনুলের আচামপেট শহরে প্রচার সেরে ফেরার পথে ভারত রাষ্ট্র সমিতির (BRS) বিধায়কের গাড়ির পথ আটকে অবরোধ এবং আক্রমনের অভিযোগ উঠেছে স্থানীয় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে। নিরাপত্তারক্ষীদের সহায়তায় ঘটনাস্থল থেকে সরানো হয় বিধায়ককে। কিন্তু বিধায়কের ভিডিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া টিমের গাড়িতে হামলা চালেছে। ঘটনায় বিধায়ক সহ কয়েকজন আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ককে। সূত্রের খবর, কংগ্রেস নেতারা আশঙ্কা করেছিলেন, ক্যামেরার ব্যাগে করে টাকা নিয়ে গিয়ে টাকার বিনিময়ে ভোটের প্রচার করছে বিআরএস (Bharat Rashtra Samithi)। উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানায় বিধাবসভা নির্বাচন।
আরও পড়ুনঃ আঁধার কাটিয়ে দীপাবলির আলোয় সেজে উঠেছে আদ্যাপীঠ, মহাপুজোর আয়োজন শুরু, দেখুন
দেখুন...
#WATCH | Nagarkurnool, Telangana: Last night, a clash occurred between BRS and Congress leaders in Achampet. (11.11) pic.twitter.com/4Geh6F0D2G
— ANI (@ANI) November 12, 2023
শনিবার হায়দরাবাদের (Hyderabad) সেকেন্দ্রাবাদে জনসভায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জনসভার মঞ্চে একেবারে প্রধানমন্ত্রীর পাশে দেখা গেল তেলঙ্গানার (Telangana) এক তপশিলি সম্প্রদায়ের সংগঠন মাদিগা রিজার্ভেশন পোরাটা সমিতি (MRPS)-র নেতা মান্ডা কৃষ্ণা মাদিগাকে। এদিন সভায় প্রধানমন্ত্রীকে ধরে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে মান্ডা কৃষ্ণাকে। প্রধানমন্ত্রী মোদীও তাঁকে সান্ত্বনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে সেই দৃশ্য। তবে ঠিক কী কারণে প্রধানমন্ত্রীর সামনে মাদিগা কান্নায় ভেঙে পড়লেন, তা স্পষ্ট নয়।