আশ্চর্যজনক এক ঘটনা সামনে এল। এক ব্যক্তি তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (TSRTC) চালক হওয়ার ভান করে রবিবার রাতে সিদ্ধিপেট (Siddipet) বাস স্ট্যান্ড থেকে যাত্রী সমেত একটি বাস চুরি করে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীদের তিনি জানান, সোমবার সকালে বাস হায়দরাবাদ পৌঁছবে। সেই মত বাসযাত্রীদের থেকে তিনি ভাড়া তুলতেও শুরু করেন। তবে বাসে কোন কন্ডাক্টর নেই কেবল চালক রয়েছে, এই বিষয়টি কিছু যাত্রীদের মধ্যে সন্দেহ তৈরি করে। যাত্রীরা কন্ডাক্টর কোথায় জানাতে চাইলে, ওই চালক জানান, যাত্রাপথে কন্ডাক্টর ঠিক চলে আসবেন। তা সত্ত্বেও ব্যক্তির আচরন এবং বাস চালানোর গতি সবটাই কেমন গোলমেলে লাগে যাত্রীদের।
এমন সময়ে সিরসিলা জেলার জিলেল্লা ক্রসরোডে বাসের জ্বালানি ফুরিয়ে যায়। মাঝ রাস্তায় বাস দাঁড় করিয়ে দিয়ে চম্পট দেয় ওই ভুয়ো চালক। তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সন্দেহভাজন চালকের কিছু ছবি এবং ভিডিয়ো আগে থেকেই তুলে রেখেছিল যাত্রীরা। সেই ছবি দেখে অভিযুক্তকে সনাক্ত করেছে পুলিশ।
In a bizarre incident, a thief in Siddipet not only stole an RTC bus but also started ferrying passengers to #Hyderabad after collecting fare. lack of driving skills and vehicle running out of fuel exposed him and travellers soon realized that they had been taken for a ride by a… pic.twitter.com/0AbJUJAUDu
— Ashish (@KP_Aashish) September 12, 2023
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সিদ্ধিপেট বাস স্ট্যান্ডে। রাতে যাত্রীদের খাওয়া দাওয়া করার জন্যে বাস স্ট্যান্ডে বাস রেখে নিজেও খেতে গিয়েছিল চালক। ঠিক তখনই ওই ভুয়ো চালক এসে বাসের ড্রাইভার আসনে বসে বাস ছোটাতে শুরু করেন। বাসের মধ্যে কয়েকজন যাত্রী উপস্থিত ছিলেন সেই সময়ে।