নয়াদিল্লিঃ দু'দিন ধিরে নিখোঁজ ছিল নাবালিকা(Minor Girl)। মেয়েকে অপহরণ (Kidnap) করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। দু'দিন পর এলাকার একটি বাগান থেকে উদ্ধার হল নাবালিকার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহরাইচে(Baharaich)। পরিবারের অভিযোগ, অপহরণ করে কিশোরীরে ধর্ষণ করা হয়েছে। নাবালিকার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। হাত, পা ভাঙা, গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয় দেহ। এছাড়া নাবালিকার নাক বালি এবং আঠা দিয়ে বন্ধ করা ছিল বলেও অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।
এই ঘটনায় বাহরাইচের মিহিরপুরার সার্কেল অফিসার হর্ষিতা তিওয়ারি জানিয়েছেন, ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। বাকি অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।
গলা কাটা, হাত-পা ভাঙা, ধর্ষণের পর রাস্তায় ফেলে দেওয়া হল নাবালিকার দেহ
UP Girl's Body Found With Slit Throat, Broken Limbs, Sand And Glue In Nose https://t.co/zyzAfMr2Q1 pic.twitter.com/Twerazq6EN
— NDTV (@ndtv) November 3, 2025