কানপুর, ২৬ অগাস্ট: কুকুরকে অ্যাসিড ছুঁড়ে মেরে (Acid on Dogs) উত্যক্ত করার অপরাধে এক কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী কুকুর গুলির চামড়া সাংঘাতিক ভাবে পুড়ে গেছে এবং আরও দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চিকিৎসা চলছে কুকুর গুলির।আরও পড়ুন-Sonali Phogat Last Rites: বিজেপি নেত্রী সোনালী ফোগাটের শেষকৃত্যে জনারণ্য, দেখুন ছবি
সুত্র অনুযায়ী, পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই কিশোর তার কাকার বাড়ি বেড়াতে গেছে। সেখানেই সে রাস্তার কিছু কুকুরের ওপর অ্যাসিড ছুঁড়ে মারে, স্থানীয়রা এই ঘটনা দেখে পশু সুরক্ষা সমিতিতে খবর দেন। তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
পশু চিকিৎসক পদম জৈন কুকুরগুলির বিনামূল্যে চিকিৎসা করছেন। তিনটি কুকুর কে তাঁর কাছে চিকিৎসার জন্য আনা হয়েছিলো, তিনি তাঁদের চিকিৎসা করেছেন এবং ঘন ঘন ড্রেসিং করাতে হবে তাদের।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরের বয়স ঠিকমত জানা যায়নি কারণ তার কাছে কোনো নথিপত্র নেই। সে বলেছে ওই কুকুরগুলি খুব চিৎকার করে এবং তাদের বাড়ির বাইরে রাখা চটি নষ্ট করে দেয়, এবং যখন তখন তাদের বাড়ি নোংরা করে। এটিই ছিল তার বিরক্তির কারণ। ওই কিশোরকে কিছু জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে এবং ওই কিশোরকে আগে কোনো কুকুর আক্রমণ করেছিলো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
Animal cruelty : রায়পুরে কুকুরকে রাসায়নিক ছুঁড়ে মারলো এক কিশোর, তিনটি কুকুরের চিকিৎসা চলছে ও একটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না