প্রতীকী ছবি (ফাইল ফটো)

 

নয়াদিল্লিঃ দলিত কিশোরের সঙ্গে মেয়ের প্রেম (Relationship) মানতে পারেনি বাবা তাই দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে খুন করে প্লাস্টিক (Plastic) বন্দি দেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনায়। গত শনিবার থেকেই নিখোঁজ ছিল দিব্যা সিকরওয়ার নামে ১৭ বছরের ওই নাবালিকা রবিবার বাড়ি থেকে ৩০ কিলোমিটার দূরে নদী থেকে উদ্ধার হয় তার পচাগলা দেহ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে তাকে খুন করছে বাবা স্থানীয় সূত্রে খবর, প্রেমের সম্পর্ক নিয়ে বাবার সঙ্গে প্রায় দিনই অশান্তি হত নাবালিকার ইতিমধ্যেই মৃতার বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ কখনও তাঁর দাবি মেয়ে আত্মহত্যা করেছে, কখনও আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার গল্প সাজাচ্ছেন তিনি

পরবর্তীতে পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে তিনি বলেন, “আমি মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু মাঝ পথেই মেয়ে মারা যায়। আমি অজ্ঞান হয়ে যাই। পরে ওকে পুড়িয়ে নদীতে ফেলে দিই।”

দলিত কিশোরের সঙ্গে মেয়ের প্রেমে আপত্তি, নাবালিকাকে খুন বাবার