নয়াদিল্লিঃ এবার ছাত্রীদের যৌন হেনস্থার (Sexual Assault) অভিযোগ সরকারি স্কুলের শিক্ষকের (School Teacher) বিরুদ্ধে। ২৪ জন নাবালিকা পড়ুয়াকে হেনস্থার অভিযোগে অবশেষে গ্রেফতার স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌরের একটি সরকারি স্কুলে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই গণিতের শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ছাত্রীরা। ছাত্রীদের সঙ্গে বিভিন্ন অশ্লীল আচরণ করা হত। সম্প্রতি স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ওই শিক্ষকের পর্দাফাঁস করে নিগৃহীত ছাত্রীরা।
শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ
স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, ওই শিক্ষকের বিরুদ্ধে ২৪ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রীদের সঙ্গে নানা অশ্লীল আচরণ করতেন তিনি, এমনটাই অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই স্কুলের গেটের সামনে ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য ছাত্রীর অভিভাবকেরা। বিক্ষোভের আগুন ছড়াতে থাকলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় স্কুল। তাঁকে বরখাস্ত করে স্কুল। স্কুলের তরফেও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
২৪ জন নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা, অবশেষে গ্রেফতার কুখ্যাত স্কুল শিক্ষক
Condition of govt school in Himachal
Teacher arrested for sexually harrassing 24 minor students
POCSO case registered pic.twitter.com/0b7DS39lPN
— Vikramsingh Deora 🇮🇳🇮🇳 (@deora40676) June 24, 2025