নয়াদিল্লিঃ ছাত্রীকে যৌন হেনস্থার (Sexual Assault) অভিযোগ। নাবালিকার (Minor Girl) অভিযোগের ভিত্তিতে গ্রেফতার শিক্ষক (Teacher)। তালা ঝুলল বেসরকারি স্কুলে (Private School)। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুধানা থানা অন্তর্গত একটি স্কুলে। অভিযুক্ত শিক্ষকের নাম শেহজাদ। বয়স ৩৫। ওই স্কুলেরই এক ১৬ বছরের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ, স্কুলের মধ্যেই নানাভাবে ওই ছাত্রীকে স্পর্শ করত শেহজাদ। ছাত্রীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করে। এরপরই বাড়িতে সবটা জানায় ওই ছাত্রী।
ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে কারাগারে শিক্ষক
পুলিশের দ্বারস্থ হয় নাবালিকা ছাত্রীর পরিবার। বুথানা থানায় দায়ের হয় অভিযোগ। ওই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৫, ৩৫১-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্ততে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে সম্প্রতি ওই বেসরকারি স্কুলে তালা ঝুলিয়েছে সে রাজ্যের শিক্ষা দফতর। তবে এই ঘটনার জন্য নয়। জানা গিয়েছে, অষ্টম শ্রেণি পর্যন্ত অনুমোদন ছিল ওই স্কুলের। কিন্তু বিনা অনুমোদনে নবম এবং দশম শ্রেণি চালু করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ওই স্কুল আপাতত বন্ধ করে দেওয়ার নিরদেশ দেয় শিক্ষা দফতর। স্কুলের শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পর কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্কুলের তরফে।
নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার শিক্ষক
STORY | Teacher arrested for sexually harassing student in UP, school sealed due to 'irregularities'
READ: https://t.co/n9lJYKGUul pic.twitter.com/5CETCp9bHG
— Press Trust of India (@PTI_News) May 29, 2025